.
সমাজের বুকে পাথর নেমেছে
ভালোবাসা গেছে হারিয়ে
নৃশংস হায়নার থাবার মতো
আছে সকলে হাত বাড়িয়ে
বসন্তের কোকিল গান গায়না
সেও থেমে গেছে
ইলেকট্রিক তারের পরশে
জ্যোৎন্সা গেছে মুছে
সন্ধ্যার আকাশে মিলিয়েছে
লক্ষী পেঁচা সুদূরে
পক্ষী খায় চা-বিস্কুট
ক্ষেতে চাষির দেখানো
দাঁড়িপাল্লা নড়ে
সকলে কেন রয়েছো ঘুমিয়ে
ঘোরাও রথের চাকা
পৃষ্ট হোক নৃশংস তা
শুরু হোক সত্য ফিরে দেখা
যে যুগে থাকবে রঙ আর তুলি
ভাঙবে সব,যত রয়েছে নোংড়া অলিগলি
যে যুগে হত্যা হবে না
দানবের হাতে শিশু
যে যুগ আনবে বয়ে
ছন্দের গীন,প্রেমের বন্যা
ধুয়ে যাবে অশ্রু।।