আমি বাস্তবতা দেখেছি
তোমার থেকে শিক্ষা পেয়েছি !


তুমি দুর্বল দেখে যতবার পাথর ছুঁড়েছ
আমি পাথর গুলো জমিয়েছি,
বুকের বাম পাশে যত্নে সাজিয়েছি
যাতে শত আঘাতেও রক্তাত্ব না হয় l


আমার কষ্টের নাটক দেখেছো
আর আমি অজুহাতের অভিনয় দেখেছি


তুমি বারংবার ভেঙেছো -


আমায় ভাঙতে দেখেছো
ভাঙার আড়ালে নিজেকে নতুন করে গড়ে তোলার প্রয়াস দেখোনি l


অভিমানের দেওয়ালে 'মুখোশ '-এর আখ্যা দিয়েছো
আমি স্বীকার করেছি l


তুমি জিতেছো
আর তোমার সামনে আমি ব্যার্থতার মালা পরে ll