শেষ বিকেলের সূর্য ডোবা অন্ধকারে
হারিয়ে গেছি আমি
চন্দ্র লোকের গাঢ় ছায়ায়
পথ হারিয়ে গভীর খাতে নামি।


ট্রাফিক জ্যামের লাল বাতি তে
হারিয়ে গেছি নিজে
চাকার গতিতে পিছলে বেড়ায়
শহর ভীড়ের মাঝে।


বিরক্তির ছাপ চোখে রেখে
হারিয়ে গেছি ফোনের পারে
অবহেলার আস্ত মালা
গলায় কড়া নাড়ে।


পরিচিত নদীর ধারে
খুঁজে বেড়াও রোজ তুমি
ঐ নদীর স্রোতে পাল তুলে
হারিয়ে গেছি আমি ।।