18/09/18


সোনালি রোদে ঘাসের ডগায় বিন্দু জল
                             ঝলমলিয়ে উঠেছিল  

সোনার রঙে সেজেছিল ধানের ক্ষেত
পাপড়ির পর পাপড়ি বিস্তার করেছিল
সুগন্ধে ভরিয়েছিল পুষ্পরাজি
পাখির কোলাহলে অসীম আকাশ
                                            হেসে উঠেছিল!
এমন ই এক সময়ে -
কালো মেঘ রাহুর ন্যায় বিস্তারিত করেছিল অধিকার
তখন,
ধানের ক্ষেতে বেজেছিল বিরহের সুর
ঝরে পড়া পাপড়ি, বন্দি পাখি
          
               যন্ত্রণা গভীর থেকে  গভীরতর হয়েছে
                 মৃত্যু কে ডেকেছি বহুবার
                                   বুঝেছি হৃৎপিন্ভ মুক্তি চায় ।।