এক সাগর ভালোবাসা শুধু দিলেই হয়না
নিতেও জানতে হয়
জানতে হয় ভালোবাসা কে আগলে রাখতে l


গণিতের নিয়ম কানুন চূর্ণ করে ভালোবেসেছি
রবি ঠাকুরের নিয়ম মেনে নত হয়েছি বারংবার ll


ভিক্ষা চেয়েছি ;
সমুখে তুলে ধরেছি খালি হাত খানি l


ভালোবাসা কি ভিক্ষার জিনিস!
এইভাবে কি জীবন পূর্ণতা পাই !
নিজেকে বার বার বিসর্জন দিয়ে
সত্যি কি শুন্যতা দূর হয়!


অঢেল ভালোবাসা ঢেলে গেছি ভুল মানুষের গায়ে
শুন্যতা অনেক শ্রেয় এমন পূর্ণতার চেয়ে ll