মিশে যাব যেদিন আমি সহস্র তারার মাঝে ,
ব্যস্ত হয়ে পরব যেদিন আলো দেবার কাজে,
অন্ধকারের ছায়া পথে উঠব আমি সেজে!
                               সেদিন তুমি বুঝবে
                               আকাশ পাতাল পাগল হয়ে খুঁজবে ।
স্বপ্ন গুলোর আনাগোনায় উঠবে ভেসে মুখ,
চোখ খুলেই দেখবে হারিয়েছে সব সুখ ,
হা হা কারের বিষে জ্বলবে তোমার বুক!
                             সেদিন তুমি বুঝবে
                             সূর্য আলোয় চার দেওয়ালে ভীষণ ভাবে খুঁজবে ।
নদীর পাড়ে বিকেলবেলায় যেদিন গিয়ে বসবে,
শীতল বাতাস তোমার গায়ে যখন ছুঁয়ে যাবে,
হাত জড়ানো আমার সোহাগ খুব মনে পড়বে!
                             সেদিন তুমি বুঝবে
                             ওপারেতে চোখ রেখে আমায় তুমি খুঁজবে ।