তুই কি আমার শ্যাম হবি
                         বাজাবি বাঁশের বাঁশি
এলোকেশী চুলে যাবো অভিসারে
                   বুক পুড়ে বলবে ভালোবাসি ।


যমুনার তীরে কিংবা কদমতলায়
ছলাৎ ছলাৎ ঢেউ উঠবে প্রেম যমুনায়।


                 সাজবে মথুরা,সাজবে বৃন্দাবন
মিলনে মিলন গাঁথা
ও গো মোর প্রাণ সখা
                     রাধার যে শ্যাম-ই জীবন ।।