প্রত্যাশারা বিলীন হয় ক্রমাগত
জীবন গুলো অনেক টা অর্ধশুষ্ক নদীর মতো
জল আছে, বালি আছে
                      পলিও জমে রোজ
  গতিতে তার ক্লান্তি নেমেছে
                       মোহনা নিখোঁজ ।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
                      মলিন খেলায় কাটে
বিষমাখা আখ্যান গুলো
                       বিস্তারিত হয় খোলা মাঠে ।
নীল সাগরেরপারে চকচক করে বিদ্রুপ
তবু প্রেম আসে, স্বরলিপি বিহীন জীবনে
              বিনা ছন্দে গান বাজে, বিবিধ তার রূপ ।।