গলির কোণে মন ধরে নি,
আমি তাই হাইওয়ের বাসিন্দা।
চুপচাপ ঘাড় গুঁজে বসে থাকার চেয়ে,
আমি ক্ষিদে নিয়ে, ছুটতে চাই।
_
গতি ও সংঘর্ষের জীবন।
পিপাসার্ত অথবা শ্রান্ত হয়ে যদি থামতে চাই,
হাইওয়ের ধারে ধারে দেখতে পাই,
কালের নিয়মে ও ধাক্কায় পিছিয়ে পড়া,
অচল যান।
মুঠোয় ভরে নিই প্রাণ;
রোমাঞ্চকে সাঙ্গ করে,
আমি আজ হাইওয়ের বাসিন্দা।
-
গন্তব্যে পৌঁছানো সবার লক্ষ্য;
হাইওয়ের বাসিন্দারা পথ ভালোবাসে।
গলি ঘুঁজি, সংকীর্ণতার ভাপসা হাওয়ার আচ্ছাদনের চেয়ে,
আমি হলুদ ফুল দেখতে চাই, হাইওয়ের পাশে।
-
গতির নেশায় ডুব দিয়ে আছি,
আমি হাইওয়ের বাসিন্দা।