ইচ্ছে গুলো পুড়িয়ে নিজের, হাসিমুখে থাকি,
তোমাদের কু-নজর এড়াতে, আমারি মুখ ঢাকি।
আমি নারী,
আমি নারী,
কত যুগ আগে কেড়েছো যার কাছে, হাল ও তরবারি।


উনুন, রান্না, বাস্প, ধোঁয়ায়, আমার দীর্ঘনিশ্বাস,
সংসার,স্বামী,পত্নীধর্ম, আমার নিয়তি করেছে গ্রাস।
আমি নারী,
আমি নারী,
তোমাদের ছিলো সব স্বাধীনতা, আমি পরাধীন প্রতিবারই!


সৃষ্টির নিয়মে আমি পেয়েছি, জরায়ু, রজঃস্রাব,
বুঝিনি আজও এই সৃষ্টি, আশীর্ব্বাদ না অভিশাপ?
আমি নারী,
আমি নারী,
ভোগ করতে আসে আমার-ই দেহ, আমার রক্ষাকারী।


সে কবে কোন ইতিহাসে ছিলো, বীরাঙ্গণা সেই রাণী,
শক্তিদায়িনীর শক্তি ভেঙ্গেছো, ক্ষুধা,অপুষ্টিতে; জানি।
আমি নারী,
আমি নারী,
বল ও বুদ্ধিতে কম নয় কিছু, প্রতিযোগী আমি ভারী।


পুরুষ, নারী, যারাই ভাবে, নারী অবলা সমতুল,
পিষ্ট হবে কর্মের ফলে, দিতে হবে তাকে মাশুল।
আমি নারী,
আমি নারী,
প্রাণনাথের আমি উমা সম, অসুরের দুর্গা হতে পারি।