পাড়ার মোড়ে, রাস্তায় রাস্তায়
গল্প পাওয়া যায়।
ছোটো, বড়, মাঝারি‌।
ধূম্র বাতাস, চায়ের গেলাস।
আশা, এক বাড়ি আকাশ।
আশ্চর্যের কথা,
গল্পগুলো কোনোদিন কাহিনী হয়ে ওঠে না।
নিরন্তর গল্প চলে , চলতে থাকে।
বিষয়গুলি পরিবর্তনের পরও,
একরকম অবয়ব ও পোশাক নিয়ে দাড়ায়,
যেন কোন রক্ষাকারী!
বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে বলে,
"দাড়াও! এটা আমাদের কালচার।"
অলিতে গলিতে গল্প চলে,
গল্প ব‍্যবসায়ীদের কারবার এখন তুঙ্গে।
কিন্তু কোনো গল্প কাহিনী হয়ে ওঠে না।