বাহ্ রে দেশের নাগরিক,
রঙের উপর রঙ ছিটিয়ে
রঙ বদলায় ; সাময়িক,
বাহবা দেশের নাগরিক।


মোমের মিছিল, ফুলের হার
গর্জে ওঠা হা হুংকার,
সব ধ্রুবক, শুধু বদলায় বিষয়,
বিষয় তাৎক্ষণিক!
বাহবা দেশের নাগরিক।


চোখের জলে, শোকের গান।
গুণ কীর্তনে ভক্ত মহান,
যেদিকে লাভের পাল্লা ভারী,
সেদিকেই শেষে ভরে প্রাণ।
রঙ্গ দেখায় বাহ‍্যিক!
বাহবা দেশের নাগরিক।