ধুলোর পলেস্তারা পড়া একটা দিনলিপির খাতা ছিলো,
একটা কলমের নিবে মরচে পড়েছে,
দিনগুলো বড্ড ওলট পালট,
আর তো সুন্দর ভাবে লেখা যায় না।
তারপর হয় ঋতুবদল।
দখিন হাওয়ায় খাতার পৃষ্ঠা উড়তে উড়তে একটা খোলা মাঠে এসে পড়ে,
লেখা গুলো আবছা,
কাদা মাটির গন্ধে এক নতুন প্রলেপ
নতুন আবেশের উৎসাহে
আকাশের দিকে তাকিয়ে রাত জাগে কাগজে ভরা স্বপ্ন।
এখন সে আর গুছিয়ে লিখতে পারে না,
চাওয়া পাওয়া।