উজ্জ্বল প্রকাশের ব‍্যপ্তিতে
আমি স্থির শিখায় জ্বলছি।
প্রতিক্ষণে, উত্তপ্ত আমি,
একা আমি। তবু নিভে যাইনি।
ফুরিয়ে যায়নি আশার ইন্ধন।
কত ঝড়ঝঞ্ঝা সয়েছি,
ব‍্যতীত করেছি কালিমালিপ্ত রাত,
ধোঁয়াশাময় অস্পষ্টতায়,
আলোর সঙ্গে বন্ধন।
একা আমি। নিভে যাইনি।


জীবনের ঘোর আঁধারে,
আঁকা বাঁকা পথ বন্ধুর।
আমি সোজা পথ দেখাবো।
আমিই করবো ভয় দূর।
হৃদয়ে দহনজ্বালা ঘোর,
শীর্ষে অনল আলো মোর।
একা আমি। নিভে যাইনি।


আমার প্রাণোজ্জ্বল আকর্ষণে,
পতঙ্গেরা ধাবমান।
কিছু পোড়ে, কিছু ফিরে গেছে,
দেখে জ্বলন্ত বর্তমান।
একা আমি। তবু নিভে যাইনি।
যায়নি ফুরিয়ে আশার ইন্ধন।


মোহময়তায় অদম‍্য আমি,
চলছে জীবন দহন।
দীপ্ত আলোর মণিমস্তকে,
একা আমি। নিভে যাইনা।
আশা জোগায় ইন্ধন।