বার বার, সেই কথা
কথা বলে বাড়ে কথা
কিছুই হয় না মানে
তবু কেন কে জানে,
চলে সেই এক দশা
পেয়েছে এ কোন নেশা,
হৃদয় বলে ছুঁয়ো না,
হবে জেনো দুর্দশা!
তবু মত শোনে না,
তবু কেনো ভোলে না,
বারে বারে কেঁদে ফেরে,
আবার সেই পথ ধরে।
এইবারে বকেছি,
খুব কড়া শাসনে।
বলেছি শান্ত হও,
বসো নিজ আসনে।
কোনোদিকে দেখো না,
কোনো দায় রেখো না।
নিজে নিজে ভালো বুঝে,
কাজ করো কান বুজে।
স্বর তোলা যাবে না,
চুপচাপ ঘাড় গোঁজো,
বন্ধুরে বৃথা খোঁজো,
গাও মুখে প্রেম গান,
হাসো সদা খুলে প্রাণ।
যা হয় তা করে যাও,
ভেবো না নিজেরে মহান।