আজ আকাশ হয়েছে রামধনু
আজ শহর একটু রঙ বিভোর,
আছে ধোঁয়াশায় তবু প্রাণবায়ু
দিবাস্বপ্নের থাকুক ঘোর।


আজ আকাশ হয়েছে রামধনু
ভাবনাকে দিই অবকাশ,
কিছু ধুঁকতে থাকা যন্ত্রদের
অবসরহীন শ্রাবণ মাস।


আজ আমার আকাশে রঙধনু
কিছু ইচ্ছেরা বাস্তব
আমার বাড়ি ছাদহীন,
রাতের তারারা বন্ধু সব।


আজ আকাশজুড়ে রামধনু
রঙ ভরা যেন বাঁকা তার,
এদিক ওদিক জোড়া দিয়ে
করবো দিক সীমানা পার।


আকাশ ভরা সাদা মেঘ
রঙ-বেরঙা তুলির টান,
আজ আমি দেখেছি রামধনু
তাই মন ধরেছে আনন্দ তান।