শহর তোমাতে বয় বিষাদের বায়ু,
শহর তোমার বুকে কমে যায় আয়ু।
শ্রান্ত শরীরে মাখি ধূলো, ঝুল, কালি
ডুব দিয়ে ভালোবাসি কাদা, চোরাবালি।
শহর তোমাকে দেখি রাস্তার এপাশে, উল্লাসে,
গায়ে গায়ে ঘেষাঘেষি, রেষারেষি ওই পাশে।
জেগে থাকি রাত ঐ গলিটির মোড়ে,
কাক ডাকে, ফুল ফোটে, অচেনার ভোরে
কখনো হয় নেশা, কখনো কাটে ঘোর,
তবু বাঁচি নুন ভাতে তোমারি বিভোরে।