আজও জানতে পারিনি তোমায়!
কত গভীরে ডোবার চেষ্টা করেও
বুঝতে পারিনি!
তুমি সাগর না আকাশ!
আমি আকাশী স্বপ্ন নিয়ে
উড়তে গিয়ে ভাসলাম
মাঝ দরিয়ায়!


পাশাপাশি শুয়ে থাকি
এক বিছানায়।
তোমাতে মিশে যেতে চেয়েছিলাম।
হয়নি তো!
বরং দূরে থাকলেই
যেন কাছে পাওয়া যায়।


কত কথা না বলা থাকে‌।
কত সুরে চাপা যে বেদনা থাকে।
যে গান গেয়েছিলে কোনো এক শ্রাবণের রাতে,
শ্রাবণ তো ফিরে আসে,
সে সুর ফেরেনি কেন আজও নিরালায়?
তুমি থাকো অজানা তথ্য হয়ে,
এখনো তো চিনতে পারিনি তোমায়
জানতে পারিনি তোমায়!