এসো এসো বন্ধুরা,
এসো যত সই সব,
বসে বসে আঁক কষি,
ফিরে পাই শৈশব।

দোষ সব মাফ করে,
গুণ শিখি ভাই রে,
বেদের নিয়মে শিখি,
কোনো ভুল নাই রে।

দুইয়ে দুইয়ে চার হয়,
সকলে তো জানি তা।
এক থেকে নয় ঘর,
মনে করো নামতা।

এইবারে নিয়ে নাও
দুই অংকের সংখ‍্যা,-----> ৪৫
নীচে নাও আরো দুই,---->২৩
তোমার যা খুশী তা।

ভেবে ডানদিক,
উপর নীচ করে গুণ,           ৪৫
লিখে ফেলো তলাতে।       x২৩⬆️   ১
যদি থাকে হাতে কিছু        ➖➖
লিখে ফেলো পাশে তে।।           ৫

এখনো কি পড়ে মনে,
✖️কাটা ⭕️ গোল খেলা টা?   ৪৫
❌ কাটা ভেবে গুণ করো,       ❌
পাবে তবে মজা টা।                  ২৩

আড়াআড়ি গুণ করে,            ৪৫
যোগ দাও সাথি রে।।            x২৩
আর পাশে যা লেখা ছিল,   -  - ৩৫  
তারেও যোগ দাও রে। (৪×৩=১২ যোগ ৫×২=১০ যোগ হাতের ১, মোট ২৩,৩ লিখে হাতে থাকবে ২)

বাম দিকে চলে এসো,              ৪৫
গুণ করো আবারো।           ⬆️×২৩
করো যোগ যা ছিলো (হাতে)  ১০৩৫
গুণ হলে আমায় বোলো।(৪×২=৮ যোগ হাতের২ = ১০ লিখে ফেলো)


গণকযন্ত্র বার বার,
খুলতে হবে না আর।
নিত‍্য নিত‍্যি অনুশীলনে,
করতে পারবে গুণ মনে মনে।
[মনে রাখার নিয়ম : ⬆️ ❌ ⬆️]