প্রফুল্ল মনে দিয়ে সাড়া
আবির ছড়ায় আনন্দধারা,
রঙের ছোঁয়ায় রাঙা মন
রঙিন থাকুক সারা জীবন;
রঙের হাসি হেসে যাও
পরাণখানা রাঙিয়ে নাও,
দুঃখ সব ভুলে যতো
আবিরের রঙে মেতে ওঠো;
কারণ হাসি মুখেই তোমায়
সবচেয়ে সুন্দর দেখায়,
লাল টুকটুকে ভালোবাসায়
নীল গগনে স্বপ্ন ভাসায়;
সবুজ শেখায় নতুন হতে
ইচ্ছেগুলোকে সাথে পেতে,
গোলাপি দেয় মিষ্টি হাসি
বেগুনি শান্ত মায়ারাশি;
কমলার ছোঁয়ায় নাচে মন
তা ধিন ধিন ইচ্ছে-কানন,
আজ এই শুভ দিনে
হাতের স্পর্শ আননে-
ভাব ও মুক্তির সঞ্চরণ
খুশির হাওয়া বিচরণ,
সব দিন সুখ-রঙিন বানায়
আগামী জীবনের শুভেচ্ছা জানায়।।