আমি মৃত্যুর পর
স্বাক্ষর দিয়ে যাবো কবিতাতে তোর,
কোনো এক ঝিমকালো রাতে
জোনাকির আলোকমালাতে।


খুঁজবি আমায়
ঘুটঘুটে ঘেরাটোপ নেই রোশনাই,
হাসির নকল অজুহাতে
চোখ ভাসা বন্যার সাথে।


বুঝবি না তুই
আমারও দু'চোখ নদী কুল ছুঁই ছুঁই,
বাঁধ ভাঙা প্রবল ধারাতে
বইবে অমোঘ ইশারাতে।


আঁকিস আমায়
জ্বলন্ত কোনো চিতা তোর কবিতায়,
নিজের নিপুণ কবি-হাতে
নিদাঘের রৌদ্র ছায়াতে।


নিভে যাবে দীপ
গ্লানিময় জীবনের ব্রাত্য প্রদীপ,
মিশে যাবে সুদূর তারাতে
দেখবি নিঝুম কালো রাতে।


কাঁদবিনে আর
দু'ফোঁটা আদর তুই দিবি উপহার,
অঞ্জলি ভরা জল হাতে
বৈতরণীর মোহনাতে।