তোমার ছবি আর আঁকা হলো না,
কেন জানো ?
আঁকতে বসলেই ক্যানভাস জুড়ে বাদল ভাসে,
তারপর টুপটাপ ঝরে পড়ে চোখ,
তোলপাড় ঝড়োহাওয়া,প্রবল ঘূর্ণাবর্তের মাঝে
তুমি হারিয়ে যাও।
আমি একা, চারদিকে শুধু থৈ থৈ যন্ত্রণা।


নোনা জলে রাত ধুয়ে যায়,
ঝড় খাওয়া ক্যানভাসের গায়ে জ্বর,
দপদপ মাথাব্যথা, থরথর করে কাঁপে,
কি ওষুধ দেবো খুঁজে পাইনা।
কি করে বলবো,ওর কোলে তুমি বসবে না কোনদিন,
মনচোরা হাসি তুমি হাসবে না কোনদিন।


সেদিন আমি আর ক্যানভাস মুখোমুখি,
বিস্তর খুঁজছিল তোমায়,
জানো,ও কেমন যেন বদলে গেছে,
বিরহের ছোপ গুলো এখন খুব স্পষ্ট।
মনে হয় জ্বর কমেছে একটু,
ঘোর কমেনি তবু।
পথ্য চেয়েছে ------------
কিছুটা মিষ্টি আবির,
আর ভেজা ভেজা দোল ।।