তোমায় শোনাবো গান,কণ্ঠে মেখেছি অনুরাগ
ঝরা ফুল কুড়িয়েছি ফাগুনে ফাগুনে,
ভুলে গেছি স্বরলিপি,নিভৃতে বেঁধেছি বেহাগ
তুমি নেই,বসে আছি দিন গুনে গুনে।


পরিচিতি অমলিন,তবুও রাগিনী পরিযায়ী
সুরের একাকী পথে সাজে না দোসর,
এখনো পাহাড়ী সুর,মরীচিকা,যেন অস্থায়ী
পাল্টাবে রূপ রঙ, ফিরে এলে ভোর।


তোমার জলসাঘরে ফিকে ফিকে রূপালী আলোয়
গানের শরীরে গাঁথা কিছু অনুপ্রাস,
বেহাগের সুর মেখে, যদি হয়ে ওঠে বাঙময়
তবুও শুনিয়ে যাবো,শেষ অভিলাষ।


কিছু সাধ রেখে যাবো,পর্ণমোচীর মর্মরে
আবার ফাগুন বনে ফুলের আশায়,
লিখে যাবো স্বরলিপি,তোমার না-দেখা অন্তরে
শোনাবো তোমায় গান, নতুন ভাষায়।