অনেকটা অপেক্ষার পর
অনেকগুলো শীতের সকাল, খুইয়ে
আজি প্রথম এলো
যার আজ পয়লা
হয়ত এবার, গা-ঝাঁকা দিয়ে উঠবে
ফুটবে ওরা
উঠবে জেগে বসন্ত
মনে পড়বে কত কথা
মনেমনে মনে হবে
কত ভাল্লাগা রঙ ফুটবে গাছে গাছে
কত রকমের আহ্লাদিফুল
ওরা সব জাগবে
কেউ মিলিয়ে দেখবে
কতকত মুকুল, ঝরে ঝরে পড়বে
ছড়াবে হাওয়ায়
কখনবা বেশ দমকা হাওয়ায়
দোলায়
কত কথা হয় যে তখন
মনেমনে মনে হবে ভাল্লাগা সেই
সেদিনগুলোর কথা
কত যে সজনার ফুল
যেন সে মুক্তর মতই
টোপা টোপা
ঝর ঝর করে ঝড়তো
কাড়া-কাড়ি করে কুড়াতাম কতো যে
সুন্দর তার মিষ্টি গন্ধ
আহা
আজো যেন পাই
সেতো ভোলার নয়।