নারীর নাড়ি ছিড়ে ভূমিষ্ঠ হয়ে আসা এই আমি
নারীকেই সিজদা করি, গভীর প্রেমে মত্ত হই তাতে।
কিছুই বুঝি না, তবুও প্রেমময় ডাকে ডাক দিই, মা!
যৌবনের ফেনীল উচ্ছ্বাসের দিনগুলোয় সেই মা'কেই কেমন পর করে রাখি!
আবার প্রেমের জলে সাতরে বেড়াই সেই নারীনামক নারীত্বের বুকে।
মিথ্যে কি বা সত্য, আমি হলফ করতে ব্যর্থ
এই প্রেমের মোরাল।
নারী ছলনাময়ী ।
এ আমি টের পেয়েছি হাড়ে হাড়ে।
তাই মাকেও মাঝে মাঝে ঘৃণার মোড়ক উপহার দেই।
আমি ঈশ্বরকে না দেখে বিশ্বাস করি।
নারীকে দেখে, স্পর্শ করে, নিজের শরীরে চিমটি কাটি।
অতঃপর নারী তুমি মিথ্যেবাদী।
মা আমাকে ক্ষমা করো, তোমার মত অন্য এক নারীকে আমি খানকিমাগি বলে গালি দেই।
অথচ সেও একদিন মা হবেন।
তোমার মতই, সিজদার উপযোগী হয়ে