একটি কবিতা পেলে,
প্রণয়ের বিশুদ্ধ মলাটে আবদ্ধ করে
কেবল শুদ্ধ স্বরে আবৃত্তিই করবো না, চন্দ্রালোকে সাজাবো জোনাকির বাসর।
কবিতার খোঁজে পথ হাঁটি।
একটি কবিতা পেলে
যথাযোগ্য মর্যাদায় গ্রহণ করবো।
কথা দিচ্ছি কবিতা, তোমার অমর্যাদা হবে না।
বাসনার বাঁশি বাজাবো, বাঁশির সুরে কবিতা তুমি ভেসে যাবে জলস্রোতে।
অবগাহন করবে কবি, তোমার উষ্ণতা মাখা জলের ঢেউয়ে। জন্মের আঘাতে কী সুখ
কবি এবং কবিতা টের পাবে তিমিরের আবরণে।
আঁধারের যবনিকা ভেদ করে, কানে কানে এসে প্রজন্মের সুসংবাদ দেবে উলঙ্গ সূর্য।
কবিকে গ্রহণ করো।
গ্রহণ করো।