তুমি হাসলে পাখিদের ভোর হয়
তুমি হাসলে চাদের আলো আরও রূপালী হয়
তুমি কাঁদলে মেঘেদের মিছিল হয়
তুমি কাঁদলে বৃষ্টিরা ঝরে পড়ে অজর ধারায়
তোমার চুলের দোলায় চৈতালি বাতাস বয়
তোমার স্পর্শে বসন্ত বিকশিত হয়
তোমার রূপের স্নানে ফুলেরা মাথা নোয়ায়
তোমার দুঃখে পৃথিবী পুড়ে চৈত্রের খরায়
তোমার দুঃখে কাল বৈশাখী আছড়ে পড়ে
একরাশি নীল আর ওই আকাশ
সারারাত জেগে থাকে তোমারই পাহারায়
এ পৃথিবী ধন্য কিংবা হতাম আমি পূর্ন্য
হতো যদি তোমার ভালোবাসায় পূর্ন্য //