হয়ত তুমি ওই দূরের আকাশ
নয়তো আকাশের তারা,
হয়ত তুমি ওই আকাশের নীল
নয়তো আমার মনের শঙ্খ চিল,
হয়ত তুমি মিটিমিটি জ্বলা ঝি ঝি পোকাদের মিছিল
নয়তো তুমি সদ্য ফোটা এক টুকরো গোলাপের পাপড়ি,
হয়ত তুমি মেঘের ফাঁকে লুকোচুরি করা এক টুকরো চাঁদ
নয়তো ঘন কালো অমাবস্যার রাত,
হয়ত তুমি পীচ ডালা পথে হেঁটে চলা কোন যুবকের স্বপ্ন
নয়তো নিশ্ছুপ বসে থাকা কারো দুঃস্বপ্ন,
হয়ত তুমি হঠাৎ করে ঘুম ভাঙ্গা চোখের অতৃপ্ত কামনা
নয়তো কোন কবির একটু ভাবনা,
হয়ত তুমি গভীর ভালোবাসায় কল্পনার কিছু সময়
নয়তো ছোট ছোট দুষ্টমিতে ভরা ভালোবাসার খুনসুটি,
হয়ত তুমি আড় চোখে তাকিয়ে বাঁকা চোখের হাসি
নয়তো তুমি ছোট ছোট ঢেউয়ের জলরাশি,
হয়ত তুমি নির্ঘুম নিশি
নয়তো দূর হতে ভেসে আসা সুরেলা বাঁশি,
হয়ত তুমি শুধুই অপ্সরা
হয়ত বা তুমি শুধুই শুন্যতা
যাকে শুধু অনুভব করি ।।