নদীর ঢেউ পাড় ভেঙ্গে উপছে পড়ছে;
যেন উত্তাল রমনীর যৌবনের হুংকার;
অশান্ত মন যেন;
আওয়াজ দিচ্ছে ভালোবাসার;
কিছুটা সুখের অনুভুতি;
হয়তোবা ভালোলাগা কিছু সময়;
তোমাকে ভেবে যেন সব বিষাদময়।
দূর থেকে ভেসে আসা এক করুন সুর;
বিঁধছে বুকে;
ছট পট করছে হৃদয়;
হারাবার নাই কিছু, তাই নেই ভয়;
তীমির রাত্রি, হুতোম পেঁচাদের লাফালাফি;
নিস্তব্ধ সব;
তোমাকে ভেবে-আমি আর আমার দীর্ঘশ্বাস।