যান্ত্রিক জীবনের কোলাহলে একটু অবসরে
চোখ দুটো বুঝে যায় আপনা আপনি,
হয়ত অনিচ্ছা স্বত্তেও কলমটা হাতে নিয়ে
ভাবছি আমি,
অস্পষ্ট একটা ছবি, অস্পষ্ট একটা নাম
আলো আঁধারির লুকোচুরিতে
এলো মেলো ভাবনা গুলো।
মনের অজান্তেই হাজার রাতের স্বপ্নগুলো।
যেন মেঘাচ্ছন্ন আকাশে একটু রোধের ঝিলিক
অদ্ভুত আমি, তার চেয়েও অদ্ভুত আমার স্বপ্নেরা
অপেক্ষা থেকে তীব্র অপেক্ষায়
এভাবেই দূর থেকে বহুদূরে খুঁজেফিরি
ভালোবাসার ফেরী।