তুমি যেমনই ছিলে তেমনই থাক
তোমার জন্য আমি বদলে যাব
তুমি তেমনই থাক
কপাল বেয়ে নামা চুল টাকে টেনে বেঁধোনা তুমি
যখন ইচ্ছে হবে আমি সরিয়ে নেবো
ওভাবে খোঁপা বেঁধোনা
খোলা চুলে তোমায় অদ্ভুত সুন্দর লাগে
মনে আছে, লাল পাড়ের শাড়ী পরে
নুপুর পায়ে যখন তুমি চলতে
খোলা চুলে তোমার, বাতাসেরা দোল খেত
তুমি যেমনই ছিলে তেমনই থাক
ক্যানভাসে, তোমার পুরনো ছবি।
বারান্দার রেলিং এ দাঁড়িয়ে যখন তুমি
রাতের আকাশের চাঁদ দেখতে, মনে আছে
বারবার চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে যেত লজ্জায়
ঝি ঝি পোকারা মেতে উঠত তোমার রুপের আলোয়
তুমি কি এখনো বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখ?
এখনো কি বৃষ্টি এলে হাত দুখানা বাড়িয়ে দাও জানালায়?
বৃষ্টির ফোঁটায় দু হাত সিক্ত করো?
এখনো কি বৃষ্টির ছন্দে তাল মিলিয়ে গেয়ে উঠো
পাগলা হাওয়ার বাদল দিনে বা বৃষ্টি দেখে অনেক কেঁদেছি।
যেমনই ছিলে তুমি তেমনই থাক
নিজ ভুবনে তুমি তুলনাহীন
তোমার সৌন্দর্য সংজ্ঞাহীন।
আচ্ছা তুমি কি কপালে টিপ আর পরনা?
আকাশ নীল শাড়ী আর নীল টিপ, মনে হত
আকাশ থেকে এক নীল প্রজাপতি এসেছে, যে কিনা তাঁর রূপ
প্রকৃতিকে বিলিয়ে দিচ্ছে।
তোমাকে একটা অনুরোদ করবো, শুনবে তো?
ওই ঠোঁটে কখনো রঙ মেখনা
কারন গোলাপের কাছে কল্পনার রঙও পিকে হয়ে যায়।
নিজেকে কখনো বদলানোর চিন্তা করোনা
যেমনটি ছিলে তুমি তেমনই রবে
এই তোমার মাঝে নিঃশ্বাস আমার
তোমার মাঝেই আমি,
তোমার মাঝে আমি।