মানুষের জীবনটাই তো সবচেয়ে বড়ো নাট্যমঞ্চ,
একজন সুন্দরী নারী একজন পুরুষের মনকে না ধরে না ছুয়ে ; নানানভাবে আহত নিহত করে।


একজন সুন্দরী নারীর দর্শনে আর বাক্য বিনিময়ে ;
একজন চালচুলোহীন মানুষও হয়ে ওঠেন ; বহু অঘটন ঘটাবার অধিকারী, দুঃসাহসীর কান্ডারী।


একজন অসুন্দর, অর্থহীন, মেধাহীন মানুষ যখন একজন সুন্দরীকে যেকোনভাবে প্রেম নিবেদন করিতে চায় তখনই ঘটে যতো সংশয়!


সে সুন্দরী নারী নানান কিছু ভাবিয়া
দোপায়া পুরুষকে কোণঠাসা করে তোলে নানান ভঙ্গিমায় বা বুলিতে,


প্রেম নাকোচ করার শিরোনামটি হয় মাঝে সাজে জীবন বদলানোর কারিগর,
আবার কারো কারো দুঃখের সীমা থাকে না ;
থাকেও না কোন বাড়ি ঘর।


স্রষ্টার সৃষ্টি সুন্দর বাহ্যিকতার অংশ না হওয়ায় কিছু কিছু অসুন্দর পুরুষ দেখিয়া,
ভাগে বেশী নারীরা অনিরাপত্তায় ভোগেন, অথচ তারাই প্রেম করিয়া বেড়ায় সাহস দেখানো কোন নায়কের সাথে, সুন্দর গাওয়া কোন গায়কের সাথে,
বুদ্ধিমত্তার কোন বাহকের সাথে,
অর্থওয়ালা কোন মানুষের সাথে।
প্রেম চাইতে চাইতে যখন পুরুষের প্রেমের আকাঙ্ক্ষা মরে যায় ;
তখন আসে নিরবের পালা,
সংসারে মন্ত্রমুগ্ধের জ্বালা।


এইতো জীবন, এইতো বাস্তবতা, এইতো পুরুষ, আর এইতো রহস্যময়ী নারী।