তোমার শতো আপত্তির শর্তেও আমি তোমাকে ভালোবাসাটা ছাড়তে পারিনি,
তোমার শতো বারণের শর্তেও আমি তোমার কথা ভাবতে থামতে পারিনি,
হাজারো কাজে ব্যস্ত থেকে
যতোই তোমাকে ভুলতে চাই,
কিন্তু বাস্তব জগতের কোন না কোন উপাদান,
প্রতিনিয়তই তোমাকে ভুলতে দেয়না,
বরঞ্চ প্রেমের জগতে আরো বেশী স্মরণ ঘটায়।


তোমার আহবানেই তো আমাদের বন্ধুত্বের শুরু হয়েছিলো,
তখন তো আমার জানা ছিলো না,
মেয়েটির প্রতি প্রেম আমায় এভাবে গ্রাস করবে!!!


তোমার অবহেলার কারণে
তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি ; অনেকদিনই হলো,
কিন্তু কিছু অভ্যাস কি আর এতো সহজে ছাড়া যায় বলো?
চতুষ্পদ কুকুরের লেজের মতোই
তোমার প্রতি আমার নানা বদ অভ্যাস বারবার ফিরে ফিরে আসে...
মাঝেমাঝে একটু বিরতি পেলেই,
তোমার সব সোস্যায়াল আ্যাকাউন্টসগুলো চেক করি,
তোমার চেহারার নতুন কোন ফটো এলো কিনা,
তোমার গলার নতুন কোন স্বর শুনতে পাবো কিনা,
এমন হাজারো চিন্তায় মনটা অপেক্ষায় রয়...
তুমি বলেছিলে তুমি একটা চাকরী করছো,
তাও আবার সরকারী,
তুমি তোমার গলায় ঝুলন্ত চাকরীর পরিচয় দেখিয়ে বলেছিলে ; এখন আমায় বিয়ে করবে???
আমি ক্ষনিক নিঃশব্দ থেকে বলেছিলাম,
আমাদের সমাজ এমন মেনে নেবে না,
কারণ আমি তোমার প্রেমিক হিসেবে যোগ্য হলেও,
ছেলে হিসেবে বেকার।
তারপরও তুমি প্রতিউত্তরে বলেছিলে,
এখন না হয় আমি করছি,
পরে না হয় তুমিও একটা করে নিয়ো!


স্বপ্ন ছিলো তোমার আর আমার পরিণতির...
আমাদের বিয়েতে যে সন্তান হবে,
সে হবে খুব আদুরে,
কারণ তোমার আর আমার সাধারণ মিল ছিলো,
আমরা দুজনই শিশুদের খুব ভালোবাসি।


কিন্তু সময়ের ব্যবধানে প্রেম, সংসার সব ভেস্তে গেলো ;
কারণ- তোমাকে ভালোবাসার বহু আগে ;
আমি যে এক অন্য নারীকে ভালোবেসেছি !!!
তার ভালোবাসায় আমি কিভাবে অকৃতজ্ঞতা প্রকাশ করি,
কিভাবে মানুষটার মনটাকে অশান্ত করি???
তুমি সবসময় দেখো আমায় নিয়ে ওড়ার স্বপ্ন,
কিন্তু মা যে কভু সুখের দিন দেখেনি,
একটিও অল্প!!!
মায়ের দরকার একটা সংসারী বৌ,
তোমার ওড়ার স্বপ্নে
আমার মায়ের প্রয়োজনের পূর্ণতা কই!!!
হাজারো চাওয়ার শর্তেও,
তোমাকে আমার সম্ভব হলো না পাওয়া....
তাই তো তোমাকে সমাধিত করেও মনের মাঝে,
সবসময় চলছে দমকা হাওয়া।