ধীরে ধীরে কেটে গেছে দিন,
চলে গেছে অনেক বছর।
ফিরে দেখা হয়নি আমার,
রাখিনিগো যাবার খবর।


পৃথিবীর সব মায়া ছেড়ে,
যেতে হবে লাগে মনে ভয়।
বেড়ে গেছে বুকের কাঁপন,
পরপারে কি জানি কি হয়।


হয়ে যাবো আমি ইতিহাস,
পরে রবে নিথর দেহ।
ব্যস্ততা ভুলিয়ে দেবে,
করবেনা মনে কেহ।  


পরিচিত কত শত মুখ,
হারিয়েছি এমনি করে।
পথিক আমি শুধু একাকী,
ভুলে থাকি নেশার ঘোরে।