কত দিন ঘুমাইনি আমি,
তোমার কোলে মাথা রেখে।
ঘুমুতে খুব ইচ্ছে করে।
শ্রান্ত-ক্লান্ত-অবসন্ন আমি।


পৃথিবীর দুর্বিষহ জ্বালা থেকে,
পালিয়ে বেড়ানো আর সয়না,
ছিনিয়ে নিয়ে যাওয়া সময়গুলো
জীবন থেকে,
শান্তি-রূপ-রস-গন্ধ-আনন্দ
একফোঁটা একফোঁটা করে।


না...না, ঘুমালে তুমি
শব্দ করোনা যেন।


আমি ঘুমাব, অঘোরে।
তোমার আকুতির সব টুকু
নয়ন জল আমার
তৃষ্ণার্ত হৃদয়ে ঢেলে দিও।
আমি জাগব না,
শুধু নিথর হয়ে ঘুমাব।


কোন ব্যাকুলতা আর যেন
স্পর্শ করে না!
কোন আরাধনা,
চাওয়া...