পৃথিবী, তুমি একচোখা আর  
কামনা বিলাসী নারী,
পুঁজিবাদীদের জাদুর কাঠিতে
ফাঁদ পাতা রকমারি।


তুমি কেড়ে নাও গায়ের জোরে  
আসমানিদের ঘর,
বাঁধা সবাই স্বার্থের কাছে
আপন হয়েছে পর।


তোমার কাছে পায়না বিচার
নিপীড়িত দুর্বল,
ছত্র-ছায়ায় ঘুরে ফেরে যত  
রক্ত চোষার দল।


তোমার আঘাতে জর্জরিত
সরল মানুষগুলি,
অভাবের কাছে বিকে মানবতা  
বিবেক জলাঞ্জলি।


পৃথিবী, পিশাচ বর্বর তুমি
তোমার লোলুপ শ্বাস,
ক্ষমতাবানে ভোগে অন্ধ    
কেড়ে অনাথের গ্রাস।


তুমি অশালীন নির্লজ্জ আর
উটকো গন্ধময়,
মানুষে এতেই হয় গো মাতাল
মহালোভী-নির্দয়।


নিত্য রূপের পসরা তোমার
প্রেমিকের খোঁজে নেস্ত,
আজকে এজন কালকে অপর
সকলেই রাখ ব্যাস্ত।