ভাওয়া ব্যাঙের ডাঙর ছানার
ঘেমে ছাড়ে জ্বর,  
অমনি দেখে হল শুরু
কালবৈশাখী ঝড়।


কোথায় যাবে নেই পাশে কেউ
কাঁপছে ব্যাঙের ছা,
জলের তোরে পিছন থেকে
পিছলে গেল পা।


অঝরধারায় বৃষ্টি নামে
নেইকো থামার লেশ,
ভাবছে বুঝি এমনি করে
জীবন হবে শেষ।


ভেসে চলে জলের টানে
হাত-পা নেই বশে,  
কচুরিপানা পেয়ে কাছে
তাতেই চেপে বসে।


পারের কাছে ভিড়তে পেল
একটি ব্যাঙের ছাতা,
ঢাকলে মাথা পিঠ ভিজে আর  
পিঠ ঢাকতে মাথা।  

পিছন ফিরে দেখতে পেল
তাকিয়ে আছে সাপ,
        ...ওরে বাপরে বাপ
ভুলে গেল অসুখ ব্যাথা
জলেই দিল লাফ।


পড়িমরি হামাগুড়ি
সাপ ফুঁসছে রেগে,  
ব্যাঙের আবার সর্দি-কাশি
বাঁচা সবার আগে।


ব্যাঙের ছানা বুঝল যখন
ধীরে চলার ক্ষতি,
হাতে পায়ে বল, বেড়ে গেল  
সন্তরনে গতি।