চাইলে কভু যায় না ভুলা,  
রয়না হৃদয় আপন হাতে।
জোর করে বাঘ পোষমানে তাই,  
যুদ্ধ করা মনের সাথে।

প্রেম দরিয়ায় ডুবলে জাহাজ,    
স্মৃতিগুলোই আঁকড়ে রাখে।
নদী যদি যায় হারিয়ে,  
সোঁতায় সে দাগ এঁটে থাকে।


হৃদয় গড়া কচি আঁশে,
বাঁকে প্রিয়ার ইচ্ছে মতন।
ভাঙলে প্রেম আর লয়না জুড়া,  
মাণিক চেনে মাণিক-রতন।  


মন হৃদয়ের ভাঙ্গা-গড়া,
সঙ্গি খুঁজে নিজের মতো -
চলতে পথে হারায় যদি,
দংশে হৃদয় অবিরত।