জীবনের রং-এ                ছন্দের ঢং-এ
              কবিতা কঠিন কর্ম।
ব্যথায় ফেনিল                 বিরহ ফসিল
             প্রেমী বুঝে সেই মর্ম।


মৃগ সুগন্ধি                     নামীদামী তার
            মায়াবী আবেশ ছড়া।  
মধুর গাঢ়তা                   স্বাদের বারতা
             রসনা পাগল করা।  


কবির বাণী                    স্বাদে সুগন্ধে
              সুগভীর বেদনায়,
প্রিয় জনে সদা                সুরে ও ছন্দে
             নীরবেই বলে যায়।


প্রণয় বেদন                    জীবন দহন
             যখন রাঙায় যাকে,
কবি কবিতায়                 গায়ক সুরে  
            শিল্পী তুলিতে আঁকে।