অনেক দিন পেরিয়ে গেছে,
পৃথিবী আর আগের মতো নেই,
বয়সের ভারে নুয়ে পরেছে যেন
ব্যস্ততা আর বাস্তবতা,
ছুটি হয়েছে ইতিমধ্যে হয়তো কারো কারো।
সবাই ফিরে যাবে এমনি একদিন,
না ফেরার দেশে।


আমায় কেও একজন
জিজ্ঞাসে,
তুমি বাড়নি যে, বামন...  
আমি হেঁসে বলি
তুমি তো বেড়েছ বেশ।
তবে একদিন
তুমিও হবে নিঃশেষ।


আমি এখনো আছি,
আগে যেমনটি ছিলাম।
এতটুকু বদলাইনি,
আমার প্রাচুর্য হৃদয় জুড়ে,
অসম্ভব মায়া ঘেরা মন।
কারো অধিকার কভু করিনি হনন।
আজো পরিচিত কাউকে পেলে
আনন্দে উদ্বেলিত অশ্রু সিক্ত নয়নে,
জড়িয়ে ধরতে ইচ্ছে করে।
কেননা, যে অন্তিমে হারায়
সে তো আর ফিরে আসে না কোনদিন...