ভুলে গিয়েছিনু হাঁসি ভরা দিন  
স্মৃতিময় এ জীবন,  
হারাতে বসেছি সেই পিছুটান,  
স্বপ্নীল ত্রি-ভুবন।  


পিছনে হঠাৎ শুনে আওভান
সম্বিৎ ফিরে পাই,
কুমা-য় থাকা কবিতার মাঝে
আবার হারিয়ে যাই।

লেখার সাথে দেখা আবার
দুই যুগ পরে শুরু,  
কাগজের বুকে কাল আঁচরে
হয়েগেছে বেশ পুরু।


নবযৌবন পেয়েছে জীবন
স্ট্যাচু হয়েছিল জমে,
বাস্পশকট হয়েছে প্রকট
বিদ্যুৎ পেয়ে দমে।


সেই দেখা পাওয়া রেখাপাত করে
ছুয়ে যায় হিয়া তলে,
ভুলনি আমায় চীরচেনা মুখ      
ভালবেসেছিনু বলে।


হাতে তুলে দিলে লিখোনি আবার    
লিখে যেতে কবিতায়,  
স্মৃতির অগোচরে যত আঁখি জল
ঝরেছিল বালুকায়।