আকাশ বাতাস সবে জানে পিয়া,
নিরবে আমায় তোমাতে সপিয়া,
বাঁধিতে চাহিয়া পরিনাই, তুমি
নিদারুন নিঠুরিয়া।


পোড়াও তোমার হৃদয় অনলে,  
ডোবাও চোখের অতল সাগরে,
পলকের মাঝে পালকসম,
ভাঙ্গিয়া দাওগো হিয়া।
আঁখির নিরিখে হানিছ সুখে    
বেদনার তরবার।

হাঁসিমুখে সহি সকল বিরহ,  
ভালবাসাসম তোমার।
আমি ফিরিয়া আসিব আরবার,
মোর প্রেয়সীর ব্যাথা সহিবারে...


যা কিছু আছে করি বলিদান,
ভালবেসেছিনু তাহারই প্রমাণ।
শ্রেষ্ঠজীবনে প্রথম প্রণয়া,
       সেই স্মৃতি আজো উঠে উথলিয়া।  
ভুলে সাজিয়াছি, বাজাইতে সুর,
সুকঠিন বাঁশরিয়া।