ঘটা করে
নুতন চালের  
পিঠা বানায় পুশি,


মাছের ঝুলে
খাবে বলে
দু’জন বেজায় খুশি।


হঠাৎ পুশার
বুদ্ধি এল
নাম ফোটাবে বলে,


নিজে নিজেই  
দিল ধরা  
বাঁদর পাতা জালে।


বাঁদরামো যা-
বাঁদর মামার
হাতে তুলাদণ্ড,


পিঠা দেখেই  
লালা পড়ে    
... বলে দেখ কাণ্ড ।


বাঁদর এবার
ল্যাজ ঝুলিয়ে
বসে গাছের ডালে,


পুশা-পুশি
দেখছে পিঠা
কেমন করে ঝুলে !


ইচ্ছে করেই
বাঁদর মশাই
পাল্লা টেরা করে।


সমান ভাগের
নাম করে সে
নিজের মুখে পুরে।  


এমনই করে
এক এক করে
পিঠা গেল সব,


পুশা-পুশি
দোষা – দোষীর  
জুড়লো কলরব।