জাগ দুর্বার
ঠুনকো নিপাতে শাণিত তরবার,
ধ্বনিত হউক বারবার-
আকাশ বাতাসে
চিরন্তন অগ্নিশিখা,  
ভাঙ্গ দুরন্ত, শৃঙ্খলিত অনাচার,
মিথ্যে অহমিকা, ভঙ্গুর দুরাচার।


জ্বালাময় রক্তিম বিষধর
ক্ষুধা মিটে কিসে?
মানুষের মাংসে রক্তে গন্ধে
মাতাল, লোলুপ দৃষ্টি,
হায়না অট্টহাসি,
পায়ে পিষা আগ্রাসী,
কুৎসিত-কদাকার।  


বজ্র হুঙ্কার,
ধিক্কার প্রতিবাদে বজ্রমুষ্টি।  
পলাতক, প্রতিবার  
পালাবার পথ খুঁজে চলে।
অন্যায় গিরগিটি দুর্গন্ধ -
ভাগাড়ে ছুড়ে দাও,  
ধ্বংস হউক,
ডাক স্বাধীনতা,  
লালসবুজ টগবগ বাস্পে  
চিরনতুন আবিষ্কার,
আমরা অভয়ারণ্য গড়ার
কঠিন শপথে,  
নির্ভীক-সোচ্চার।