নববর্ষ, তুমি এলে তবু  
নেই কেন সেই নৃত্য,
কেন থেমে যায় অতীত স্মৃতি
চমকে উঠে চিত্ত?


বর্ষবরণে নবীনরা আজ
প্রবীণের দ্বার প্রান্তে,
হাটি হাটি পায় এগিয়ে চলেছে
আপনার-ই অজান্তে।


নববর্ষ, আনমনে তুমি  
ইতিহাস ভাংগ-গড়,
নুতনে সাজাও শ্যামল ভূমিতে
প্রাচীনে করে জড়।


বর্ষবরণে পুষ্প তোরণ    
শুঁকিয়েছে কত কাল...  
একতারা-ঢুলে গান গাওয়া, নেই  
বাহারী কবিয়াল।


নববর্ষ তুমি অতীতের  
বহুরূপী সদা নব্য,
বর্তমানের উল্লাস আর  
আগমনী ভবিতব্য।