নিলীমা তোমার আশায় আশায়
আমি দিন গুনি
তোমার আশায় মাতাল প্রকৃতি
বিপন্ন জীবন
নিঃশ্বদ্ধ নিশাচরের মত ভেসে বেড়ায় অজানায়।


কাংখিত জীবনের লেশ
ফেলে আসা অতীত
অস্ফুষ্ট নয়নে আজ খুজেঁফিরে সারাক্ষন,
তুমি নেই তাই তো সব আজ ফাঁকা
উদ্দ্যান হয়েছে আজ মরুদ্দ্যান
শান্ত প্রকৃতি অশান্ত।


মোহনীয় রুপের মায়ায়
চারিদিকে যন্ত্রনার আধাঁর,
তুমি এসে ভেংগে ফেল বদ্ধ প্রাচীর
আধাঁরে ঢাকা জীবন
নতুন করে সাজিয়ে গড় ,
সমস্ত ক্লান্তি আর নিস্তব্ধতা মুছে
অন্তরে প্রজ্বলন কর আশার প্রদীপ।