প্রেমার্থ হৃদয়ে শুধু চেয়ে চেয়ে দেখি তোমার অবারিত রুপ
দুরন্ত বাতাসে উড়া উড়ন্ত ঘাসফড়িং আমায় ডাকে চুপিচুপ,
বৈশাখী হাওয়ায় এক ঝলক দিগন্ত বিস্তৃত স্বপ্ন
চেয়ে আছে নতুন পথের নিশানায়,
তুমি রাতের জোনাকী পোকার মত অন্ধকারে খড়ের ভেতর
এ কোন মায়াজালে জড়ালে আমায়।
আদিম কামনা বাসনায় উত্তপ্ত মরূভূমির ভাঁজে ভাঁজে
পিপাসার্থ   প্রেমিক আমি পাইনি কোন নোনাজল খুঁজে।


যেন বিস্তৃত হাহাকারে এক পড়ন্ত দুপুর
চারদিকে খাঁখাঁ করা স্বপ্ন বিভোর রোদ্দুর,
তোমার অবারিত রুপ যেন প্রকৃতির বসন্ত সাজ
দিকে দিকে শুধু আনন্দ গানের মায়াবী আওয়াজ।


মনের অগোচরে রুপসী তোমার ধ্যানে মনে জ্ঞানে
বিনম্র ভালবাসায় প্রেমাসক্ত হয়ে  চাই তোমায় মনে প্রাণে,
অজস্র ধ্রুবতারা, নক্ষত্ররাজি আর অপাড় নিলীমা
হয়তো তোমায় দিবে হাতছানি,
শুধু চেয়ে দেখব তোমায়  উড়ন্ত বাতাসে আর স্নিগ্ধতায়
তোমার  পথ চলা,
এ যেন বৈশাখী আমেজে শত আনন্দের জয়ধ্বনী,
বসন্ত উৎসবে হাজারো জনতার নির্ভীক মিলন মেলা।


অজানার পথে হাটছি হৃদয়পটে তোমার ছবি আকঁছি
নীলিমার প্রান্তরে বসে তোমারই কথা শুধু ভাবিছ
আমি পথ হাড়িয়ে এ কোন  নেশার আশায়
পড়ে আিছ শুধু বিরহের মালা পড়ে গলায়,
স্বপ্নে বিভোর হয়ে করুন বাশিঁর সুরে
আমি চলছি দূর থেকে দূরে আরো দূরে  বহূ দূরে...........।