পথের ধারে বৃষ্টি ভেজা এই লোকালয়টা চেনা
এইখানেতে আছে যেজন সেজন আমার জানা,
ফুল বনেতে ফুল কুড়ায়  সে ফুল কুড়ানি মেয়ে
আমায় দেখে মিষ্টি হাসে গ্রামের দস্যি মেয়ে ।
মনটা নাচে দস্যি মেয়ে কোথায় অছো তুমি
পাড়া গায়ের সব ছেলেদের তুমি যে সুনামি,
তুমি আসলে উঠে বৈশাখী ঝড়,
দৌড়ে ছুটে চলে বেহায়াদের দল
মাথা নিচু করে চলে যায় নেশাখোরেরা,
এমনি এক দস্যি মেয়ে তোমায় আমি চাই
যে হবে আমার বউ তার ঠিকানা জানা নাই।
তুমি এলে ফুলেরা সব ফুটে
পাখিরা গান গেয়ে দল বেঁধে ছুটে
দস্যি মেয়ে তুমি মনের মত করে চাই তোমায়
যেকানেই থাক তুমি দেখা দাও আমায়।