এই খানে আজ ফুল ফোটেছে বেশ, নানা রকম ফুল
ফুল গুলো সব বৃষ্টি ভেজা আর শিশিরে ঝলমল,
প্রজাপতির ডানায় করে ঘুরে আমার উড়ন্ত স্বপ্ন
চারিদিকে ফুল ফোটেছে ,এসেছে আবার বসন্ত ।
তুমি আমার নিত্য দিনের নিত্য নতুন স্বপ্ন
নিত্য ফোটা শিশির ভেজা লাল গোলাপের গন্ধ,
এইখানে দেখ ঝর্না ধারা আর পাহাড় ঘেরা নদী
মেঘমালারা উড়ে বেড়ায় সীমান্ত থেকে সীমান্ত।
উড়ছে সাদা বক,উড়ছে শালিক উড়ছে আমার স্বপ্ন
উড়ছে পেজা তোলা, উড়ছে মন পাখি দিগন্ত থেকে দিগন্ত,
কেবল তুমি আর আমি রয়েছি পাশাপাশি
চলছি অজানার পথ ধরে অজানা উদ্দেশ্য,
হাটতে হাটতে চলছি পথ কত হাজারো মাইল
ঠিকানা বিহীন এ পথের শেষ কোথায়
আমার জানা নেই।
পথ হারিয়ে পথের ঠিকানা খুঁজি, কে দিবে পথের নিশানা,
আসল পথের তপস্যা করি আমরা দুজনা।