বিরহের আধাঁরে খেলা করে রাতের  জোনাকিরা
স্বপ্ন গুলো সত্যিকারের জোৎস্না আলোয় হাসে
মূর্ছিত হৃদয় এই তোমাকেই ভালবেসে,
সাগরের নোনা জলে ফেলে আসা অতীত
শুধুই অতীত,
ফেলে আসা জীবনের কান্না বেদনা আর
দুঃসহ স্মৃতি
সব আজ এলোমেলো,
তবুও স্মৃতির মিনারে ফিরে রাতের জোৎস্না।
ফেলে আসা অতীত দেয় হাতছানি
বসন্ত রাতে বন্ধুদের সাথে সেই গল্প করা
আর প্রিয়তমার চোখের নোনা জল
বিস্তৃত জীবনের সুখ দুঃখ হাসি কান্না
ফিরে আসে বারবার,
রাতের নিস্তব্ধতায় যেমন সৃষ্টি হয় নতুন সব কাব্য
সৃষ্টি হয় আগামী দিনের বেচেঁ থাকার স্বপ্ন,
তেমনি আমার হৃদয়ের উত্তাল সমুদ্রের মাঝে
উদিত সুখের সবুজ দ্বীপ
কোকিল ডাকা বসন্ত দুপুরে রংঙ্গীন প্রজাপতিরা নাচে
উত্তাল হাওয়ায় ভরে দেয় মন,
আমার হৃদয়ে বারবার উকিঁ দেয়
তোমার নরম হাতের সেই গাদা ফুলের পাঁপড়ি,
মিষ্টি হাসি
আমার প্রিয় দাউদপুরের ভেজা মাটির ভালবাসা
আর তোমার অমূল্য মায়া,
আজও মিশে আছে মনে মনে ক্ষনে ক্ষনে।